স্বজন প্রীতি' নিয়ে কত কথা রটে,
তবু কারো কাছে তা অন্যায় নয় মোটে।
বিপদে-আপদে যারা সদা পাশে রয়,
স্বজন ছাড়া তো তারা অন্য কেউ নয়।
স্বার্থ ছাড়াই স্বজনে করে উপকার,
'স্বজন প্রীতি' হয় তাই অগ্রাধিকার।
অতীব মেধাবীকেও ছলে পিছে ফেলে,
সোনার হরিণ মেলে মামা-চাচা হলে।
শতদোষ চাপা পরে, স্বজন -প্রীতির ফলে;
অন্যায়, দুর্নীতি, সব দেদারসে চলে।
বাঁশের খুটি দিয়ে তা লৌহ সিঁডি হয়,
দেশের সম্পদ লুটে, ভীন্ দেশে যায়।
'স্বজন প্রীতি', ন্যায়-নীতি করে ছারখার;
অধিকার খর্ব করে মেধা- যোগ্যতার।