ভুলে গিয়ে বন্ধু তুমি
সুখেই আছো বেশ;
তোমার মতো আমিও তোমায়
ভুলেছি শেষমেশ!
তোমার জন্যে কি করিনি,
একটু ভেবে দেখো!
এত কিছু করার পরও
আজ দেখাচ্ছো ইগো!
তোমার মতো, তুমি এখন,
আমার মতো আমি;
তোমাকে নিয়ে আর ভাবিনা,
করিনা পাগলামি!
তোমার থেকেই শিক্ষা পেলাম,
দীক্ষাও পেলাম আমি;
পর কখনো হয়না আপন,
আজকে ভালো জানি!
নিজের সময় নষ্ট করে,
করলে পরের উপকার।
পরোপকারী হয়না সুখী,
কষ্টই তাদের জীবনভর!
অর্জুন গাছের ছাল থাকেনা,
ডাল থাকেনা বটের!
পুড়িয়ে-পিটিয়ে বাঁকা হয়,
সোজা লোহার রডের!
সুখে থাকলে অতীত ভুলে,
এটা এখন জানি,
বাসি ফুল ফেলে রাখা হয়
শুন্য ফুলদানি!
তেল মাখতে, তেল দিতে
পারিনা বলে;
চুল আর সম্পর্ক দুই-ই মোর
ভালো নাহি থাকে!