শিরোনাম- অজান্তেই মনে পড়ে সে
কলমে আফজাল হোসেন
তারিখ-৫/২/২৫ইং
------------------------
কাউকে হয়তো ভাললাগে,
বলতে মুখে বাঁধে ;
কারোর জন্যে অবুঝ এ মন,
পড়ে মায়ার ফাঁদে।
কারোর মমতায় কষ্ট এসে,
তীরের মতো বিঁধে ;
কারোর জন্যে ব্যাকুল এ মন
ঠিক লুকিয়ে কাঁদে।
কারোর পরশ পেতে মন যে
করে সদা আনচান,
কারোর জন্যে সদা থাকে
হৃদয় উচাটন!
কারোর কষ্ট শুনলে যেন,
বুকে লাগে আঁচড়,
পাষাণ হয়ে যদিও তার,
নেয়া হয়না খবর!
যার মায়াতে মন মজে যায়,
বলিনি তাঁরে লাজে;
মান-সম্মান খোয়া যাবে,
ভাবে যদি বাজে!
কল করিনা, ম্যাসেজ দেইনা,
নেয়া হয়না খোঁজ ;
অজান্তেই তবুও সে,
মনে পরে রোজ!