কবিতা- নেতা ও দল
কলমে- আফজাল হোসেন
তারিখঃ-৭/১/২৫ ইং
-------------------------------
সব খানেতে বাড়ছে 'হঠাৎ নেতা'দের উৎপাত,
মোহড়া দিয়ে নেতারা সব চলছে হুট-হাট!
কিশোর গ্যাংদের পাতি-চামচা 'হঠাৎ নেতা' ভাই,
সুবিধাবাদী নেতার গায়ে 'সিল-মোহর' নাই।
কত রকম নেতা এখন দেখছি ঝাঁকে ঝাঁকে,
'জন নেতা' তাদের মধ্যে ক'জনই বা থাকে?
নাক টিপলে 'শ্লেষ্মা বেরোয় , পিচ্ছি পোলাপান,
এরাই এখন  দিছে দেখি নেতার খাতায় নাম!
জবর-দখল, বিচার সালিশ করে এসব নেতা,
ময়-মুরুব্বী রয়েছে নির্বাক, কয়না কোন কথা!
চাঁদাবাজি, ঝগড়া-বিবাদ ওই নেতাদের  কাজ,
তাদের কান্ড দেখে লোকে ফুঁসে উঠছে আজ!
দলের নাম ভাঙ্গিয়ে এখন এসব নেতা চলে,
তাদের জন্যে দলের সুনাম যাচ্ছে রসাতলে!
টো টো করে ঘুরে যারা -করত ইতরামী,
ওরাই এখন নেতা সেজে করছে বদনামী!
প্রতিবেশির সাথেও তাদের সম্পর্ক নয়  ভালো;
উগ্র-কথায় সবার মন করে দেয় কালো!
দেমাগ ভরা  চাল-চলন, রূঢ় আচরণ,
রসকষহীন কথার তেজে বিগড়ে জনগণ!
আত্মীয়-স্বজন, প্রতিবেশি সবাইকে তারা জ্বালায়,
সময় সময় তাইতো তারা দেশ ছেড়ে পালায়!
নিজের পকেট ভারী করাই এই নেতাদের কাম,
দলের জন্যে এই নেতারা বয়ে আনে বদনাম!
যে সব দলের নাম ভাঙ্গিয়ে এসব নেতা চলে,
দলের উচিত এই নেতাদের সরাও পাছায় লাথি মেরে!
না সরিয়ে এদের যদি শেল্টার দেয় দল,
জনরোষে সে সব দল যাবেই রসাতল!
নেতৃত্ব আর নেতার গুনে জেগে উঠে দল,
নেতার জন্যে দলে আসে ভাল-মন্দ ফল।
ভাল নেতার কাজে বাড়ে দলের সুনাম,
নেতার দোষেই হয় আবার দলের দুর্নাম!
'খেলা হবে!'বলে সদাই করলে আস্ফালন
নেতার রূঢ় কথায় বিগড়ে জনগনের মন!
নেতার বেশে দুষ্ট নেতা ভেড়ে যদি দলে;
দলকে তবে সেই নেতাই  ডোবায় সাগর জলে।
দুষ্ট নেতা দিয়ে দল ভারী করার চেয়ে,
দলের সুনাম বৃদ্ধি হোক 'জনকল্যাণ' কাজে।।