ভাল কিংবা মন্দ যতটা কল্পনা কর;
ঠিক ততটা আমি নই! আমাকে নিয়ে
যেহেতু ভাবো; তাই, তোমার ভাবনা তেও
তো হয়তো হতে পারে কিছুটা ভুল!
যতটা ভাল হয়তো আমাকে মনে করো;
ততটা ভাল হয়তো আমি নই।
কেউ আবার, যতটা খারাপ ভাবো,
ততটা খারাপ হয়তো আমি নই!
ভাল আর মন্দের সংমিশ্রণে মাঝারী
মানের, ঠিক আমার মতো
আমি মানানসই।
কাউকে নিয়ে অহেতুক সন্দেহ ভাবনায়
ভুল হতে পারে। ভাবনায় ভুল!
কল্পনায়ও ভুল! ভুল করে,
ভুল ভেবে, ভুল নিয়ে তাই
থেকোনা মশগুল!
দৃষ্টিভঙ্গি উচু কর,
মন থেকে সন্দেহের ভূত দুর কর;
দেখবে নদী কত সুন্দর কাব্যিক ছন্দে
বয়ে চলে সাগরে মিশে।
আর,আমাকে নিয়ে যদি ভাবো,
তবে জেনে রাখো; ততটা ভাল
হয়তো আমি নই।
অন্যায়কে তবে হৃদয়ে
কখনো প্রশ্রয় দেইনি, আর দিবনা
ভবিষ্যতেও। সত্য ও ন্যায়ের স্বপক্ষে
আমার এ শপথ চির বজ্রদিপ্ত।
ইচ্ছে যদি করে, লোহাকেও হালাতে পার;
কিন্তু আমার বিবেকে যা বাধা দেয়,
জোর করে তা আমার দ্বারা
করাতে পারবে না কখনো।।