কবিতা: কলম যখন- যদি
কবিঃ-আফজাল হোসেন
তারিখ: ১৪/১/২৫ ইং
---------------------------
কলম সমাজ দর্পণ জ্ঞানীরা কয়,
নিজস্ব স্বাধীনতা কলম যদি পায়!

কলম আবার যদি সত্যচ্যুত হয়,
সমাজের পদে পদেই ঘটে ব্যত্যয়!

কলম যখন স্বাধীন ভাবেই লেখে,
মানুষ সবাই তখন শান্তিতে থাকে।

সত্য লিখতে যদি কলম ভয় পায়,
স্বৈরাচার তখন তো, থাকে ক্ষমতায়!

কলমের সত্য নীতি হলে পরাজয়,
সমাজ তখন অতি বিশৃঙ্খল হয়!

কলম সত্যকে যখন এড়িয়ে চলে,
অচিরেই সেথায় গণ -বিপ্লব ঘটে!

সত্যকে কলম যদি ধামাচাপা দেয়;
স্বৈরাচারের দোসর সে কলম হয়!

সত্য লিখতে যে কলম নিরব রয়,
অপমানকে তবে সে পায় খুব ভয়!

কলম যদি আবার হয় চাটুকার,
বাস্তবতার অবোধ্যে রসাতল তার!

কলম থেমে যায় যদি কারও  ভয়ে,
মানবতা তবে সেথা চিৎকারে কাঁদে!

যার কলম সর্বদা সত্য বাণী লিখে,
নির্ভীক কলম সৈনিক, মানবিক সে।

মানবিক কলম কে শত শ্রদ্ধা মোর,
'মানব সেবায় কলম হোক অমর।।