সন্তানের জন্য যত
কষ্ট করে মা,
সবার সেরা মা জননীর
হয়না তুলনা।
জন্ম দিয়েই ক্ষান্ত নয়,
জন্মদাত্রী মা;
সন্তানের জন্য জগৎ সেরা
মা-ই অন্যতমা।
দুগ্ধ দিয়ে বড় করে,
আদরের নেই শেষ;
সেবা-যত্নে সবার সেরা
দুনিয়ার বেহেশত।
নিজের থালের মাছ, গোশত, ডিম,
সন্তানকে সে দেয়;
নিজে উপোস থেকেও মায়ে
সন্তানকেই খাওয়ায়।
সন্তানের কান্না মায়ের বুকে
তীরের মতো বিঁধে ;
নিজে সদাই কষ্ট করে,
সন্তান আগলে রাখে।
নিজের চোখে দেখছি আমি,
অনেক কু'লাঙ্গার;
মায়ের সাথে করে
সদাই দুর্ব্যবহার।
মা যদি ভাই কষ্টে কাঁদে,
ফেলে চোখের জল;
কুসন্তানের কোন কালেই
হয়না সুমঙ্গল।
মায়ের মনে দুঃখ-কষ্ট
দিয়ো না মনের ভুলে,
মায়ের মনে কষ্ট দিলে
খোদার আরশ টলে।
যতই বড় বিপদ আসুক
বসো মায়ের পাশে,
সকল মুস্কিল আঁচান হবে,
মায়ের আর্শীবাদে।
মা খুশিতেই খোদা খুশি,
জেনে রেখো আর,
মায়ের পায়ের নিচেই তো ভাই,
বেহেশত সবার ৷৷