কবিতা - জ্ঞান কথা
কলমে-আফজাল হোসেন
তারিখ-৯/১/২৫ইং
-------------------------
গন্ধহীন  শিমুল ফুলের স্তুপ মাঝে,
গোলাপের সুগন্ধি পাবে নাক খুজে!

মূর্খদের দল ভারী দেখবে যেখানে,
জ্ঞান কথা কোন পাত্তা, পাবেনা সেখানে!

চুনওয়ালার কাছে তো পাবেনা দই;
তার কাছে 'দই' চাইলে, দিবে সে 'মই'!

যে বনে কখনো খুজে, পাবে নাক বাঘ;
শিয়ালকে পাবে দেখা- ব্যাঘ্র উগ্র ভাব!

অভিমান করে জ্ঞানী যদি চুপ রয়,
মূর্খ সেখানে দেয় জ্ঞানীর পরিচয়!

চিনি আর নুন  যদি রাখ পাশাপাশি,
চিনি কে চিনে পিঁপড়ে হয় মহাখুশি।

জ্ঞানী কভু গর্ব করে বলেনা, সে জ্ঞানী;
কান্ড জ্ঞান দেখে তাঁরে গুণী বলে মানি।।