পোষা ময়নাই আমার উপর
করেছে অভিমান:
আমার ডাকে দেখনা সাড়া;
করেনা আর গান!
এখন পাখির সব হয়েছে
আমি হলাম ফিঁকে;
দুঃসময়ে পাশে থাকা
ক'জন মনে রাখে?
পাখির কাছে সবই মিছে,
আমার অবদান,
তাইতো পাখি করেনা আর
আমায় মূল্যয়ন!
সুখ বিলাসী পাখি আমার
বড় ভাগ্যিমান;
নিজেকে সে মনে করে
সেরা বুদ্ধিমান।
কোকিল কন্ঠের ভক্তে ভরা,
লাখ জনতার ভিড়ে ;
খ্যাতির শীর্ষে পাখি এখন
ব্যাস্ত গান আসরে!
পাখির কাছে তুচ্ছ আমি,
খ্যাতি,গুণ ও মানে;
আমার ঠাঁই হচ্ছে না তাই,
পাখির অভিধানে!
ব্যস্ত পাখি তোমার প্রতি
নেই কোন মোর চাওয়া;
আমার পাখি খ্যাতির শীর্ষে,
এটাই পরম পাওয়া।