তোমার জন্য আকাশপাতাল যুক্ত করতে পারি
তোমার জন্য নদ নদী আর সাগর দেব পাড়ি
তবুও আজও আমায় তুমি বাসলেনা যে ভালো
চেহারাতে কি যায় আসে হলাম না হয় কালো।

তোমায় নিয়ে উড়াল দেবো ওই আকাশের নীলে
পাখির ডানায় স্বপ্ন আঁকি আমরা দুজন মিলে
রংধনুর সাতরঙে তোমায় সাজিয়ে দেবো খুব,
তোমার রূপে তারপর আমি এক নিমিষেই ডুব।