প্রথম যেদিন দেখি তরে
দুই হাজার দশ সালে
সেই থেকে তুই বাধলি আমায়
তর পিরিতের জালে।
তুই যে আমার ময়না পাখি
তরে দেখেই জুড়াই আখি,
মধুর সুরে বাজে বাঁশি
প্রেমের গানের তালে,
কেনরে আমায় বাধলি বল
তর পিরিতের জালে।
তর আকাশে চন্দ্র হয়ে
থাকবো জীবনভর
প্রেমের ঘাটে কাটবো সাতার
হইবো জলচর
তর সুখে যে আমি সুখি
দুঃখে যে তর আমিও দুঃখি,
কাছে পেলে চুমো খাবো
তর মিষ্টি এই গালে,
কেনরে তুই বাধলি আমায়
তর পিরিতের জালে।
তর প্রেমেতে পাগল হয়ে
ভুলেছি সবকিছু।
একচিত্তে আজ ছুটছি শুধু,
তরই পিছুপিছু।
তুই যে আমার জীবন মরণ,
চিরদিনই থাকবে স্মরণ,
পাশে বসে দেখিস আমায়
আমার মরণকালে।
তুই যে আমায় বাধলি ওগো
তর পিরিতের জালে।