বুকের বাঁপাশে এসে বিলীন হয় নিস্তব্ধ রাতের আঁধার,
ঝিঁঝিঁ পোকার ডাকে গভীর হয় রাতের শরীর।
স্বপ্নেরা ডানা মেলে উড়ছে আকাশে,
মেঘের শরীর ঘেসে চাঁদের হাসির ঝিলিক হৃদয়ে ঢেলে দেয় অমায়িক সুখ।
আমি রাতের পাখি হয়ে দেখি রাতের নির্জনতা
কখনও আকাশে উড়ি কখনও বা বসি গাছের ডালে,
ঝিঁঝি পোকার সাথে সুর মিলিয়ে গান গাই।
খসখসে শরীরে চাঁদের মোলায়েম জোছনা মেখে আবার আকাশে উড়ি।
আকাশের তারা গুণি এক দুই তিন,গুণে গুণে ক্লান্ত হবার পর মেঘের থেকে বৃষ্টি চেয়ে নিই,
রাত যত গভীর হয় নিরবতায় ততো হারিয়ে যাই
কনকনে বাতাসের স্নিগ্ধতায় পুনরায় জেগে উঠে মন
আমি রাতের পাখি,আকাশে উড়ে দেখি রাতের নির্জনতা।