তোমাকে নিয়ে ঘোরা হলনা দূর পাহাড়ে কিংবা বৃহত্তর সমুদ্র সৈকতে,নোনাজলে হলোনা জলকেলি খেলা।
তোমাকে নিয়ে যাওয়া হলো না স্পাইসি কিংবা কেএফসির মতো লাক্সারি রেস্তোরাঁয়,তোমার হাতে খাওয়া হলোনা চিকেন পিৎজার সিংগেল স্লাইস ।
তোমাকে নিয়ে যাওয়া হলো না চায়ের দেশে কিংবা নীলগিরি নীলাচল, মেঘের শরীর ঘেসে হলোনা আমাদের নিরলস প্রেম।
তোমাকে নিয়ে যাওয়া হলোনা প্রকৃতি কন্যা জাফলং,মায়াবি ঝর্ণার কোমল জলে ভিজে হলোনা দুই দেহের মাখামাখি,
তোমার হাতে হাত রেখে পাশাপাশি হাটা হলোনা অথবা ফুটওভার ব্রীজে দাড়িয়ে প্রকাশ্যে চুম্বন।
তোমাকে নিয়ে হলোনা রিজেন্ট পার্কের চৌদ্দ নাম্বার রুমে রোমান্টিক কথোপকথন।
ফুটপাতে একপ্লেট ফুচকা ভাগাভাগি করে খাওয়া হলোনা কিংবা চটপটির ঝাঝালো স্বাদ।
খোলা আকাশের নিচে তোমার কোলে মাথা রেখে দেখা হলোনা পূর্ণিমার চাঁদ,
লিলুয়া বাতাসে তোমার খোলা চুল উড়ানো হলোনা,।
কিছুই হলোনা আমাদের কিছুই না,
প্রেমের শহরে আমি বড্ড অপ্রেমিক বটে।