চলনা ভুলে গিয়ে আছে যতোসব লোকলজ্জা,
দুজনে মিলে সাজাই পিরিতের আলোকসজ্জা।