একটা করে তিনবার সকাল দুপুর রাতে রোজ গিলে খায় আমাকে সফেদ মেডিসিন,
ব্রেইন খসিয়ে নীরু'দার প্রেসক্রিপশনে বিক্রি করি নতুন জীবন।
কালের অথৈ জলে হারিয়েছে সোনালী এন্টিবায়োটিক সময়
জীবন এখানে আটকে আছে অদ্ভুত মায়ায়
ভালো থাকা চাই,ভালো আছি,
তের ফুট বক্সে ইলুইলু ব্লিস্টার প্যাকে মোড়ানো আমি পাঁচ ফুটের সেফ্রাডিন ক্যাপসুল।