অত্যাচারে অনাহারে ঝরছে কতো প্রাণ
কে পাঠাবে গাজার বুকে মিঠা পানির ত্রাণ।
একটু মায়ার চোখে খোদা ওদের দিকে চাও
পবিত্র এই আল আকসাকে মুক্ত করে দাও।