ফুসফুস ধ্বসে পড়ে নিকোটিন বোমায়,
কেউ যায় পরকালে কেউ যায় কোমায়
ক্যান্সার নিরিবিলি বাঁধে দেহে বাসা
ধুঁকে ধুঁকে মরে দেহ, আহ সর্বনাশা।