মাঝেমাঝে ফিরে যাই সেই সোনালী দিনগুলোতে,
যেথায় বাতাবি লেবুর মৌ মৌ ঘ্রাণে মুখরিত বন।
বৃষ্টির পানিতে ওলান ফুলানো থৈ থৈ রত্না নদী জীবনের সুর তুলে প্রতিটি ঢেউয়ে।
মাঝেমাঝে ফিরে যাই সেই দিনগুলোতে যেখানে চপল কিশোরী গোল্লাছুট খেলায় চুল উড়ানো দৌড়ঝাঁপ জীবনের প্রথম ভালো লাগা।
তার সেই খিলখিল হাসি হৃদয়ে দিয়ে যায় প্রথম প্রেমের ডাক।
মাঝেমাঝে ফিরে যাই সেই স্মৃতিবিজড়িত হযরত শাহজালাল উচ্চবিদ্যালয়ে যেখানে মাওলানা স্যারের বেত্রাঘাতের শব্দে যেন শুরু হতো ভূকম্পন।
কাইয়ূম স্যারের দায়িত্ববোধ আজও হৃদয়ে ভালোবাসার খৈ ফোটায়।
মাঝেমাঝে ফিরে যাই সেই দিনগুলোতে যেখানে আব্দুননূর চাচার দোকানের সিংগারায় আমরা চিকেন টিক্কার স্বাদ নিতাম।
মাঝেমাঝে না ফিরে যদি সেইসব দিনে চিরদিনের জন্য ফেরা যেত?
আহ আমাদের সেই দিনগুলো।