প্রেম হলো নিষিদ্ধ ফল,
তবুও ছেঁকে দেখা চাই বারবার।
জ্বলেপুড়ে ছারখার হবো জানি,
তবুও আগুনে পা বাড়াই।
অশ্রুসিক্ত হবে দুই নয়ন,
তবুও সমুদ্রে ঝাঁপ দিই।
প্রেম এমনই এক গন্দম জেনেও প্রেমে হারিয়ে যেতে চায় এই মন।