নিকোটিনের ধোঁয়া যেমন হাওয়ায় মিশে যায়
তেমনি তোমার হৃদকুঠিরে হারাইতে মন চায়,
একটি বারের মতো যদি আমায় করো গ্রহন
এক শতাব্দী সইতে রাজি প্রেমের অগ্নি দহন।