হাওয়ার গাড়ি চড়ে লুটেরারা উড়ে যায় ভিনদেশে,
জনতার হাড্ডি চুষা ক্যালসিয়ামে জোড়া লাগে বেগমপাড়ার একেকটি ইট।
রক্তের রঙে পেইন্ট হয় বাড়ির দেয়াল
শ্রমিকের ভাঙা হাড়খানা হাতুড়ি মেরে গুড়ো করে নির্মাণ করা মোজাইক ফ্লোর,
আমাদের রোদে পুড়া চামড়াতে তৈরী তোমাদের মাইনাস তাপমাত্রার শীতবস্ত্র,
হাহাকার জড়ানো ক্ষুধার্ত পেটের আড়ালে ফিস কাবাব চিকেন টিক্কা হয় তোমাদের লাঞ্চ
আর আমরা মরি অনাহারে
ক্ষুধায় জর্জরিত মানুষ তোমাদের চিবিয়ে খাবে যদি সামনে আসো।
এয়ারকন্ডিশনে রোমে বসে বসে গতরে লাগাও নর্তকির কোমল দেহের ওম
আর আমরা শীতে একটি সোয়েটার পাইনা,
পৃথিবীতে কিনে রেখেছো অধরা জান্নাত
অট্টালিকা সাজিয়েছো আমাদের রক্ত চুষে
হাজার বেগমপাড়া গড়ে তুলেছ রক্ত চুষা রাক্ষসের দল।
শুরু থেকে আজ বরাবরই বাঙালি কনডম ছেড়া রাজনীতির শিকার।
মুক্তি কি হবে যদি হয় তবে কবে!