★
দেশটাকে আজ খাচ্ছে চেটে,
শিক্ষিত সব চোর।
আম জনতা বলির পাঁঠা,
মনে করুণ সুর।
★★
রাজনীতিকে করছে দূষন,
ছাত্র নামের ছত্র সব।
প্রাণ প্রিয় সব বিদ্যাপীঠে,
জ্বলছে আগুন ধপাধপ।
★★★
কতো তনু সাগর রুনি,
প্রাণ দিলো নির্ঘাত।
সঠিক বিচার কবে পাবে,
ধর্ষিতা নুসরাত।
★★★★
পদ্মা সেতুর বিশাল দেহ,
যেনো টাকার পাহাড়।
তার আড়ালে নেই যে হিসেব,
ছয়টি সেতুর টাকার।
★★★★★
দেশটা কবে শান্ত হবে,
নেই জানা তা কারও।
সুখের সূর্য উঠবে নাকি,
চলবে শোষন আরও।