নিস্তব্ধ রাতের আধারে কারও আর্তচিৎকার ভেসে আসে কানে,
সে কি কোন মায়াবতী নাকি নিশাচরী জানা নাই,
হয়তো হৃদয় দগ্ধ তার প্রেমের অগ্নুৎপাতে,
জ্বলন্ত লাভা উদগিরিত হয় তীব্র আর্তনাদে।
এই কান্নায় বনের পশুরও বিগলিত হয় মন,
পাখিও করুণ সুরে গায় বিরহের গান,
কখনও বৃষ্টি হয়ে ঝরে আকাশের কান্না,
শুধু আমার মন কাঁদে না,হাহাকার করে না
কারণ!আমি নিজেই জ্বলন্ত এক আগ্নেয়গিরি
আগুনের পরশে আগুনের কোন অনুভুতি সৃষ্টি  হয়না।