জলেতে ভাসাইয়া তরী,
নাহি পাই সোনা ভরী,
অল্প আয়েতে করি জীবণযাপন।
কষ্টের কুহেলিকায় তীক্ত জীবন।
দিনরাত কেটে যায় ,
কষ্টের সীমা নাই,
রোদেতে চলেছি ভাই যে চায় যখন।
বারোমাস কেটে যায়,
ললাটের চটি নাই,
দিগন্তে চেয়ে দেখি কে আসে কখন।
সূর্যটা কবে ঘোরে ,
সকালেই খেয়াপারে,
বসে আছি আধঘোরে চিন্তিত মন।
ক্ষণিকেই চেয়ে দেখি,
অন্য খেয়াতে চড়ি ,
নরপ্রাণ দেয় পারী বিলাত ভ্রমণ।
সূর্যটা বরাবর ,
বুক করে ধরফর,উষ্ণতা যে প্রখর,
ছায়ানীর চাই।
তাও ভাবি বারবার,
এমন মাঝির আর,হয়তো বেঁচে থাকার ,
অধিকার নাই।।।