এই যে ভাই, একটু বলেন,
ভুতটা কোথায় থাকে,
কাগজে তার ঠিকানাটা,
কেউ কি লিখে রাখে?

দেখো বাপু, অতশত,
আমি বুঝি নাতো,
ভুতটা নাকি এমন করেই,
টাকা পাঠাই দিতো।

মাথা খারাপ? কী বলছেন,
ভুতে দিবে টাকা?
রাস্তা মাপেন, নইলে এবার,
মানুষ হবে ডাকা।

এই ছেলেটা, এদিক্ শোনো,
একটু জানতে চাই,
ভুতের টিমে, এই ঠিকানা,
কেমনে খুঁজে পাই?

আরে চাচা, আপনাকে তো,
ব্যাংকে যেতে হবে,
কিন্তু এমন করে লিখে,
কে দিয়েছে কবে?

আর বোলো না, ছেলে আমার,
দিছে কিছু টাকা,
তুলতে হবে এই ঠিকানায়,
ব্যাংকে আছে রাখা।

জনতা ব্যাংকের সিঁড়ি বেয়ে,
সেই ঠিকানার পথে,
ভুতের খোঁজে এখন তারা,
যায় এটিএম বুথে।