ঈশান কোণের নিশান ছিল,
আম রূপালির গাছ,
কচি বাঁশের বেড়ায় ঘেরা,
ছিল বেনা ঘাস।
ছিল মাচায় তুলে দেয়া,
কুমড়ো গাছের ফুল,
চালের উপর ছেয়ে আসা,
বন দোপাটির দুল।
ঘরের পাশে হেলে পড়া,
শিউলি ফুলের ডাল,
টুপটাপ শিশির শেষে,
পলাশ রঙের কাল।
কখনো-বা নামলে বিলে,
শাপলা-শালুক, দুই-ই মিলে,
কদম ফুল তো শুধুই স্মৃতি,
বৃষ্টি ছুঁয়ে দিলে।
কোথায় গেল বন দোপাটি,
প্রিয় আমের গাছ?
বছরগুলোয় হারিয়ে গেছে,
বাড়ির এমন সাজ,
কখনো আমিও থাকব-বা কি,
যেমন আছি আজ?