চলতি পথে হাঁটতে যেয়ে,
হঠাৎ চেয়ে দেখি,
পাতার নিবিড় ছােপ-ছায়ায়,
আলাের আঁকিবুঁকি।
যেখানে,
রােদ দেয় উঁকিঝুঁকি,
সবুজ পাতারা তায়,
হাতছানি দেয় দেখি অল্পে।
এলােমেলাে ছায়া তার,
বিপরীত খেয়ালে,
ছড়িয়ে পড়েছে তাই কল্পে।
তারপর?
বেলা শেষের গানে,
হয়তাে অভিমানে,
সবুজ পাতার দেশে,
রােদটা হারায় শেষে...