ভুলগুলো এমনই,
ওরা হারতে শিখায়,
শুধু নিজেরা জিতবে বলে,
অন্যকে হারতে শিখায়।

কুয়াশার মতো কিছুটা,
পথ দেখায় না কাউকে,
শুধু নিজেরা বাঁচার জন্য,
অন্যকে মরতে শিখায়।

ছুটে চলতে দেয় না দেখো,
নতুন কোনো পথে,
যখন তখন ভুলেই মানুষ,
চলে ভুলের সাথে।

ভুল করে পড়লে ভুলে,
মানুষ মাত্রই ভুল,
কিন্তু আবার ভুলেই মানুষ,
দিচ্ছে তো মাশুল।

ভুল ছড়ায় দেখো অপবাদ,
আর, ক্ষমা চাইতে জানেনা,
বিবেক বলে আছে কিছু,
তাও যে ওরা মানেনা।

আজব ভুলের এই ঘটনায়,
ভুল তো অপরাধী,
ভুলে ভরা ভেবে মানুষ,
নিজেই কি বিবাদী?

তাই,
বাঁচতে হলে বেঁচে থাকো,
বাঁচার মতো করে,
পথচলা তো শুধুই নিজের,
মরণ পথের ‌'পরে।

✍️ "ওরা" শব্দের অর্থ স্বাভাবিক। মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। ভুল থেকে মানুষ ঠিকই নতুন কিছু শেখে। শুধু একই ভুলের পুনরাবৃত্তি না করে। কারণ, এগুলো কুয়াশার মতো; থামায় না কাউকে কিন্তু পথও দেখায় না ছুটে চলা জনকে।