রোদের ছিলো একটু আভাস,
হালকা হাওয়ার মতো,
নিয়ে বসে বিকেল শেষে,
জমানো খাম যত।

চিঠি লেখা? দূরের কথা,
উড়ো খামে লাগে কি তা?
মেঘের ডাকে পাঠিয়ে দিবে,
তার ঝরা কয়েক পাতা।

বৃষ্টি এলো? ওঃ, তাই তো?
উড়ো চিঠি হারিয়ে গেল?
যখন, মেঘের ডাকে, ঝড়োহাওয়া-
ছুটছে এলোমেলো...