কথার কথা এমন কেন?
যখন এলােমেলাে।
কথায় কথা বাড়ে যখন,
কেন কথা বলাে?
কথাই যখন একটু হাসি,
খুঁজে পাওয়া আলাে,
কথার মাঝেই আবার থাকে,
রাতের আঁধার কালাে।
কথায় থাকে ঠুনকো আশা,
হারিয়ে ফেলা সময়,
কথায় কেটে যায় দুঃখ,
হয়তাে সান্ত্বনায়।
কিন্তু সময় রং বদলায়,
কথার কথা হারায়,
কথা রাখার কথা যখন,
বিরক্তিতে দাঁড়ায়।
তখন?
বলবো কেন কথা?
নীরব আমি এইতাে ভালাে,
বন্ধু নীরবতা-
তােমার কাছেই হঠাৎ লিখি,
আমার কথার কথা।