ওরা বড্ড এলোমেলো,
কিন্তু কোথায় যেন,
মিল রেখে রেখে,
ওরা বৃষ্টির মত ঝরে পড়ে।
সৌন্দর্যের সমাপ্তি,
তাই গাছ ওদের ঝরিয়ে দেয়।
নতুনকে জানাতে স্বাগতম,
ওরা নেয় বিদায়।
তবুও, মনে করিয়ে দেয়,
হেমন্তের কথা,
শুষ্ক শীতের কথা,
মর্মর ধ্বনির কথা,
বহমান বাতাসের কথা...
যেন বলে ওঠে,
বসন্ত যে এসেছে,
এবার তাহলে যাই।
শেষ হয়ে আসে প্রাণ,
শুধু রেখে যায়-
আর, গেয়ে যায় এই,
ঝরা পাতার গান।