একটা মাসের সিয়াম সাধনা,
তারপর এলো ইদ,
কারো কাছে খুবই খুশির,
কারো চোখে নেই নিদ।
সবার ইদ নয়তো একই,
মনে অনেক ভয়,
কেউ-বা ভাবে দেখবো কি আর?
অবাক সূর্যোদয়।
অনলাইনে চাঁদটা দেখা,
খবর পড়ে পড়ে,
পিক্সআর্টে কাগজ ছাড়াই,
শুভেচ্ছা কার্ড গড়ে।
মেসেঞ্জারে কেউ নেয় খোঁজ,
ইদ মুবারক লিখে,
ব্লক থেকে করে আনব্লক,
ক্ষমা মনে রেখে।
মেহেদি তো দিতেই হবে,
সারি সারি হাতে,
ঘুমটা পালায় এমন করেই,
যেয়ে অনেক রাতে।
বিকাশেতে সালামি দাও,
নাই-বা এলে বাড়ি,
অস্থিতি যে পরিস্থিতি,
হচ্ছে তাড়াতাড়ি।
অনলাইনে শপিং-টপিং,
ছবি তুলে দিক,
লোক-দেখানো সাহায্যটা,
এখন আধুনিক।
সাউন্ডবক্স করে ভাড়া,
গান বাজানো হলে,
অনেক ঘরেই আনন্দ নেই,
কেইবা বুঝে চলে।
ঈদ থেকে তো ইদ হয়েছে,
এখন পরিপাটি,
কেমন কেমন ইদ আজকাল,
আনন্দটাই মাটি।