রাত নিঝুম হতে হতে,
আলোর পোকারা আসে,
মোড়ের বাতিগুলোতে,
তীব্র আলো আরো আরো।

না, জোনাক পোকার সবুজ,
টিমটিমে আলোর রেখা,
এখানে যায় না দেখা।

পাখা গজানো পিঁপড়েরা,
উড়ে বেড়ায় এদিক-ওদিক,
যেন আলো কিনতে চায়,
ছড়াতে চায় আঁধার।

কখনো আর পারে না উড়তে,
ঐ আলোর কাছে যেয়ে,
ধাঁধিয়ে যায় চোখ।

তবুও তো উড়তে চায়,
বুঝিবা রাখতে প্রমাণ,
মরার জন্য যেন,
গুটি কয়েক প্রাণ।

একদল মানুষ এই মৃত্যু,
ক্যামেরায় আবদ্ধ করে,
ভাইরাল ভাইরাসে আক্রান্ত।

কী যান্ত্রিকতা!
হু-হু করে বয়ে চলা,
রাতের বাতাস ওদের,
মুগ্ধ করে না।

রাত নিঝুম হতে হতে,
ল্যাম্পপোস্টের নিচে রাস্তায়,
ছুটে চলে নিশাচর।

রূপালি চাঁদের আলোয়,
ম্লান হয়না ওদের আলো,
ঝলমলে শহুরে বাতিগুলো,
যদি-না লোডশেডিং হয়।

নাঃ, কংক্রিটের এ শহরে,
জোনাক পোকারা আসে না,
মোড়ের উজ্জ্বল বাতিগুলোই,
এখানে আলোর ফেরিওয়ালা।

✍️ বর্তমান সময়ের শহুরে জীবনের যান্ত্রিকতা নিয়ে কবিতাটি লেখা।