শুনরে খোকা!
শুনরে সখা!
এই ধরার ঐ বুকেতে
জন্ম, মৃত্যু দুই হাতে মোর,শান্তি মম পায়েতে।
তাইরে তোরা!
প্রাণভোমরা!
উঠরে সোনার তরীতে
থাকবি সুখে,তুষ্ট মুখে পৃথ্বীর ঐ তলাতে।
ঝঞ্ঝাঝাটি!
কান্নাকাটি!
ভস্ম হবে আজকে প্রাতে
থাকবে শুধু মুগ্ধ বদন,হাসবি তোরা পরির মতন,
রাত্রি আর দিনেতে।
শরীর চাঙা!
চিত্ত নাঙা!
থাকবে সদা সুখেতে
বেহশত মম ডান হাতে মোর, দোযখ মম বামেতে।
গ্রহ, তারা!
আমার দ্বারা!
ঘুরছে তাহার কক্ষপথে
ন্যায়,প্রগতি চাওয়া-পাওয়া সবই ঐ আমার হাতে।
রাত্রি দিনে!
ক্ষণে ক্ষণে!
করবে সবাই আমার যিকির
শ্রেষ্ঠ আমি সবার সেরা আমার কাছে খোদাও ফকির
মর্ত্যলোকে!
স্বর্গলোকে!
সদাই আছে আমার আসন
আরশ কুরসি ভেদ করিয়া, ঊর্ধ্বলোকে আমার বসন
আজকে যে তাই!
তোমরা সবাই!
সিজদা করো কুদরতি পায়
থাকবে সুখে ধরার বুকে, পাবে শুধু বেহশতি বায়।
সকল কথা !
সকল ব্যাথা!
বলবি তোরা আমার পানে
খোদায় তোরা করবি স্মরণ তুর্কি নাচন, গানে গানে