হব সবাই ভোরের পাখি, কুসুমবাগে উঠবো তাই
চিত্তখানি থাকবে সতেজ,গায়ে পাবো বেহেশতি বায়
শরীর থাকবে সুস্থ সবল,মেজাজটা ঐ ফুরফুরে।
ভালো কাজ আর ভালো কথা,থাকবে শুধু অন্তরে