আজকে দেখি উল্লুকের ঐ তুর্কি
নাচন।
কোথায় গেলি প্রাণপাখীরা আয়রে
আমার সোনার বচন।
সত্য তরা, সদ্য কেন  চলছে ভাই
এই প্রহসন?
শুষ্ক মুখে তুষ্ট কর, চালাও ঐ
নবপ্রবচন
এই গেলো যা! ধ্যাত তেরি! কোথায়
সান্ধ্যবচন।
লাশের পর লাশ, পরেছে গদিতে
ধরছে পচন