কংসতীরে বংশীসুরে হচ্ছি যে ভাই মাতাল ঘোর
বাশরীর ঐ মোহন সুরে প্রাণ হলো মোর চাকনাচুর।
শীরায় শীরায় মস্তপীড়া ;নাচছে তবু মোর ধমনী,
হায়রে খোদা!কেইবা জানে ভাগ্যে মোর কোন রমণী
ঢাকিভাই ঢাক বাজা ভাই শুনবো আমি সুর লহরী।
যাক ভেসে যাক--ভেস্তে যাক আমার ঐ জীবনতরী
অরুণ সুরের করুণ রসের দরুণ আমি বরুণবাণ,
ভগ্ন হৃদয় মগ্ন হলো ----শুনছি যে ভাই মদণবাণ।
পুষ্পগুচ্ছ যাক হেসে যাক দ্রিমি দ্রিমি ঐ ধ্বনিতে,
গহনমনের স্বপ্নচারী, জাগব আমি আজ নিশিথে।
সুপ্তপ্রাণের গুপ্তকথা বলবো আমি তাহার পানে,
ফুলবালারা নাচবে শুধু ;হাসবো আমি তাদের গানে
হাসবো আমি শিরিন সুরের মধুর ঐ ঝংকারে।
খুজছি যে ভাই তাহার ছোঁয়া আমার গহীন কান্তারে