ঠুনকো এ জীবনখানি বীজগণিতের সূত্র মূল
অঙ্ক অঙ্ক কষ হেথায় সবাই করিওনা সূত্রে ভুল
সত্য হাওয়ায় জীবনরবি যাবে যে ভাই স্বর্গপুর
অন্য হাওয়ায় প্রদীপখানি ধরতে পারে অন্য মোড়