সুখ -দুখ বলতে আসলে কিছু নাই
এগুলো নিছক আপেক্ষিক ধারণা মাত্র।
যখন আমাদের অবস্থা পূর্বের থেকে উন্নতি হয় তখন আমরা নিজেকে সুখি বলে অভিহিত করি৷
বস্তুত,এটা নিছক উত্তরণ বা পর্যায়কাল।
স্রোতস্বিনীতে যখন বান আসে কিংবা শুকিয়ে যায় সে কিন্তু পূর্বের মতোই বহাল থাকে।
তেমনি জীবন চলে আপন গতিতে।
তাছাড়া, পরমানন্দ বা ক্লিষ্টকালে আপনি চিন্তার বলয় থেকে মুক্ত নন।
আপনি সবসময় কোন না কোন সমস্যায় জর্জরিত
---হোক সেটা ছোট কিংবা বড়।