শতরঞ্জি বোর্ডের শেষ সৈন্যটি বিশেষ ভূমিকা পালন করে,
এটি উভয়কেই দুদল্যমান করে তোলে।
প্রথমত, কেউ চায়না সাদা নিশান উড়াতে।
মূলত, একে আশ্রয় করেই একজন বাঁচতে চায়
অন্যদিকে ---অপরজন এটিকে ব্লক করতে চায়, বা বিনাশ করতে চায়।
কেউ কৌশল প্রয়োগ করে পূর্বেই বুঝে যায় --কি ঘটতে চলছে।
ধ্রুব সত্যকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকেনা।
তবে প্রমোশনই শেষ পরিণতি নয়, অনেক সময় প্রমোশনের পরপরই ধ্বংস হয়ে যায়, স্টেইলমেট হয়ে যায়।