গোধূলি আর উষার মতো
---সকলের জীবন আলোকিত হোক।
আলোকিত হোক ভূমিষ্ঠের পূর্বে, এমনকি
শেষ নিশ্বাস ত্যাগের পর।
জীবন নামের দীর্ঘ সমুদ্র পাড়ি দেওয়ার পর
সত্তা তার স্বীয় গুণে সিঞ্চিত হোক।
ফিরে যাক তার কাঙ্ক্ষিত জায়গায়।
এমনকি উত্তাল দরিয়ার বিশাল তরঙ্গরাশির পরও
জীবন ফিরে পাক সঞ্জীবতা।
হিসাব নিকাশের ধূম্রজালে আটকে পরা,
প্রত্যেকের জীবনে অন্তত একটি বার নেমে আসুক  
শ্বেতরাত্রি।
এটা যদি হয় আলেয়ার আলো --হোক না , তাতে কি?
এটা যদি হয়  নিত্যদিনের খেলা --তাতেও কিছু যায় আসেনা।
অন্তত, একটি বার আসুক সকলের জীবনেই।