রাঙাজবায় রাঙিয়ে তুলি মোর বাগিচা
রঙন মেলায় রঙিন রঙে ধন্য মোর লাল গালিচা
গোলাপ,জুঁই, গাঁদা, বেলি আর ঐ হাসনাহেনা
সন্ধ্যাতারার সন্ধ্যারাগে সান্ধ্যগীতি সান্ধ্যবীণা
কোমল কোমল দুর্বা ঘাসে, শিশির কণা মধুর হাসে
ফিঙে ঐ দোল দিয়ে যায়, সিঞ্চিত হয় পুষ্পরসে
ঢুলকলমি, নীলমণি,রক্তপলাশ, ঝুমকোলতা
বকুল, বেলি, রঞ্জনা, রুদ্রপলাশ, মাধবীলতা
নয়নতারার তারায় তারায় ভব করি ঐ লক্ষতারা
গন্ধরাজের গন্ধে যে ভাই, হচ্ছি আমি আত্মহারা
গোলাপজামের শুভ্র ফুলে, চিত্ত যাবে শুদ্ধ বনে শতকোটি শতদলে শতকথা বলছে আমার সনে
কৃষ্ণচূড়ার রক্তিমাভায় সুখের হাওয়া বইছে মনে
বকুল ফুলের মুকুল তুলে গাঁথছি মালা হিয়ার সনে
জারুল আর পারুল ঐ বলছে কথা গানে গানে
কামরাঙা আর তিত্তিরাজে বলছে কথা শিরিন সুরে
উদ্যানে মোর বিদ্বানেরা করুণ আখিঁ ফেলল প্রাতে
সুন্দরীদেরবসছে মেলা, সবাই আসো আমার সাথে