হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন রঞ্জিত হয় প্যালেস্টাইনের পবিত্র ভূমি।
হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন শুনি
উইঘুর নিধন।
গুজরাটের কসাই  আঘাত করে আমার
অন্তরাত্মায়।
কসোভো, বসনিয়া আমার অন্তরলোকে
উঁকি দিয়ে যায়।
নাফের ওপার হতে শুনি বর্বরতার
হাতছানি।