সিন্ধু পরে ইন্দু হাসে ------সন্তরণে মীনসন্তান
কদম্বের শাখ হতে শুনছি যে কুহু কুহু কোয়েল তান
অলকমেঘের ঝলক দেখে বলক উঠে আমার প্রাণে
সেইসে প্রিয়া সবার সেরা, খুঁজছি আমি ধ্যানে জ্ঞানে
শুনছি আমি হ্রেষাধ্বনি ছুটছে ঘোরা দুলকি চালে
ভানুমতী হাসছে যে ভাই, হেমপ্রভা আমার ভালে
মুক্ত হলো রুদ্ধ দুয়ার, হৃদবীণে ঐ আসল জোয়ার
বান ছুটিলো পল্বলে মোর,ছুটলো ঐ হাসির ফোয়ার
শৈলমালা নাচলো আজি, বক্ষে ঐ লাগলো দোলা
সৌষ্ঠববিভায় স্তব্ধ আমি, ঝালরমালায় আত্মভোলা
চাতক আমিপাতক ঐ ম্লান হলো,তবু কেনএত হেলা
রিক্ত আমি বক্ষ ঐ সিক্ত হবে চাই শুধু এক পেয়ালা
হিজল বনের বিজনছায়ায়শুনছি আমি তাহার ডাক
কেইবা জানে,কবে রক্তকণা করবে সৃষ্টি আনাল হক