পড়ন্ত বিকেলে ---
মোটর বাইকের পিছনে আমি।
সোঁ সোঁ করে এগিয়ে যেতে লাগল
আমাদের বাইক।
মোর চপলালক্ষ্মী লোচনদ্বয় ছিলো
দেদীপ্যমান।
গোধূলির উদোম হাওয়া চুম্বাকর্ষণে
ধরেছিল সূক্ষ্ম ত্বক ও লোমকূপ।
সারি সারি ধানক্ষেতের সবুজের সমারোহে
------রবিমামা ছিল অস্তায়মান।
একদল পানকৌড়ি ফিরছিলো
নীড়ে।
রক্তিমাভার মতো ছড়িয়ে ছিলো
--সোনালি রোদের ঝিলিক।
অজগরের মতো হেলেদুলে রেলগাড়ী
জানান দিলো তার অস্তিত্বের।
ধীরে ধীরে নামল সন্ধ্যার
---কালো পর্দা।
হিমেল হাওয়ার স্নিগ্ধ পরশে
মোটর চললো কোনো
--- অজানা গন্তব্যের দিকে।