আজকে শোনাই অমীয় সুধা বিধির বিধুর
সমরখন্দ, সিরাজ, রোকনাবাদ আর নিশাপুর
পারসীদের ঐ সিনায় সিনায় বিচরে ইবনে সিনা
রুশদ, খুলদ, কাজনভী ঐ তাদের প্রাণবীণা।
শানাইয়ের শানাই যখন ভেদ করে ঐ তন্ত্রীতে হায়
অরুণ রূপে করুণ সুরে জামি হাসে দখিন বায়।
হাফিজ, সাদি, খৈয়ামের ঐ শারাব রসে
চিত্ত মোদের সিঞ্চিত হয় বদন ঐ মধুর হাসে
শাখ -ই -নবাৎ সবাকরূপে আসছে ঐ আমার পাশে
রাত্রি আধাঁর ঝড়ো হাওয়া, সময় কাটে হীয়ার আশে
শুনছো কিগো তোমরা সবাই এর চেয়ে মধু এই ভবে
আসবে সাকি ঢালবে শারাব করুণ সুরের মিজরাবে