মিথ্যে ভবের রঙ্গশালায় অর্থলীলায় সব বিভোর
অর্থ শুধু আর কিছুনা মনোরাজ্যের শত্রু ঘোর
জ্ঞান যে মোদের বোধনবাশি, গোবরজলে পদ্মফুল
অর্থশুধু ইন্দ্রজাল,শেওড়া গাছের পানসে ফুল।