সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে -বলছে আমায় গাধার দলে
দেখছি যে ভাই যাচ্ছে ওরা রসাতলে পলে পলে
আরবি ঘোড়া ঘায়েল -সোনার শিকল গাধার পরে
মত্ত পাগল সত্য বলে -উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
যৌবনাতুর তুরপরে ঐ ফুল্লহৃদে যাচ্ছে ঐ কমলবনে
হীয়ার ছোঁয়ায় ধন্য কেহ, কেহবা খুঁজে ধ্যানে জ্ঞানে রক্তজবা হায়রেখোদা রক্তনদী রক্তসাগর রক্তরণে
তাজা গোলাপ সাজা পাবে বৃথাই শুধু সন্তরণে।
তলে তলে শিকড় কাটে মোদের ঐ আপন ছেলে
মৃত্তিকা মোর লীন হবে দীনমনের ভেলকিচালে।
রিক্ত বাবু বিত্ত খোঁজে,ধনীরা ঐ আয়েশ খোঁজে
ঈর্ষা আর ঐ রেষারেষি দেখছি আমি সবার মাঝে।
নীতিবাবু স্থিতি আছে, কলুষ আসে উল্কাবেগে।
ভণ্ড বাবা গণ্ড নাচায়,বৃথাই শুধু আশিস মাগে।