লম্বা দাড়ি, আলখেল্লা তার সে নাকি মুসলমান,
আপন স্বার্থে মগ্ন সে ভাই, গাচ্ছে সে কাহার গান।
শাবক তোরা সবক দিতে,  তোরা ছিলে মক্ষীরানি
যাচ্ছ কোথায় তোমরা সবাই ভুলে গিয়ে তাহার বাণি
সোনার মুকুট ধ্বংস হলো, সবকিছু ঐ যাচ্ছে চলে,
শুনছো কেহ তোমরা কভু জল ছাড়া কি নৌকা চলে
তোদের চিবুক স্পর্শ করে, দিতো যারা চুমকুড়ি হায়
বাতিক পেতো মধুর পরশ------- তোদের ছোয়ায়।
তোরাই ছিলে কৃঞ্চকলি,তোরাই আবার পুষ্পকমল
সব গেলো ধুলোয় মিশে, কই তোদের সেই পরিমল