পান্থজনে যায় ছুটে যায় মরুর বুকে খুজছে জল
কেইবা জানে কেইবা বলে মরীচিকা নিছক ছল
প্রাণপাখী ঐ যায় আসে যায় বক্ষ কঠিন পাষাণ তল
এই যে যাওয়া এইযে আসা এই তো শুধু নিছক ছল
মোর তরণি জীর্ণ পুরান, চূর্ণ হলো আমার ভেলা
জীবনরবি আর কিছুনা -নওরোজের খুশির মেলা।
আঁখিযুগল যায় দেখে যায় , খুঁজছি আমি তত্ত্বকথা
ধর্মের ঐ মর্মবাণী যায় ছুঁয়ে যায় নিপুণ ঐ সৃষ্টিগাঁথা
গন্ধবণিক দাড়াও ক্ষণিক, শুঁকবো আমি ইহার ঘ্রাণ
তরণি যাচ্ছে ভেসে , খাপছাড়া আজ আমার প্রাণ